1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অক্টোবরে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
অক্টোবরে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ৬:৩১:৩২ অপরাহ্ন

কয়েকটি ক্লাবের অনুরোধের প্রেক্ষিতে চলতি মাসের ২৫ তারিখের পরিবর্তে আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ-২০২২।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে লীগ কমিটির সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন রাতে সিলেট জেলা ক্রীড়া ভবনে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির জরুরী সভায় তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিলেট ডিএফএ) এর ব্যবস্থাপনায় ও প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির পরিচালনায় লিগে ১০টি দল অংশ নেবে।

অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, কয়েকটি ক্লাবের অনুরোধের প্রেক্ষিতে জরুরী সভা করে আমরা সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সূচীতে পরিবর্তন এনেছি। আগামী ৬ অক্টোবর লিগ মাঠে গড়াবে। সভায় তারিখ পরিবর্তন ছাড়াও প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020