1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অধ্যাপক রফিকুল ইসলাম’র শেষ কার্যদিবস উপলক্ষে ম. ম. কলেজে স্মৃতিকথন
শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন




অধ্যাপক রফিকুল ইসলাম’র শেষ কার্যদিবস উপলক্ষে ম. ম. কলেজে স্মৃতিকথন

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ৭:১৯:৩৩ অপরাহ্ন

সরকারি মদন মোহন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম এর শেষ কার্যদিবস উপলক্ষে কলেজের দর্শন বিভাগের উদ্যোগে স্মৃতিকথন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে কলেজ ল্যাবে অনুষ্ঠিত হয়।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার এর সভাপতিত্বে ও উদ্ভিদ বিভাগের শিক্ষক উজ্জ্বল দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও তারাপুর ক্যাম্পাস এর ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক লে. কর্ণেল মো. মনিরুল ইসলাম ও সংবর্ধিত অতিথি দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।

স্মৃতিকথন অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম এর কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক আহমদ হোসেন, অধ্যাপক আকবর হোসেন চৌধুরী, অধ্যাপক আসমা উল হোসনা, অধ্যাপক মবশ্বির আলী, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক আদিবা খানম, হিমাংশু রঞ্জন দাস, সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, কলেজের সহায়ক কর্মচারীদের পক্ষে চাঁন মিয়া, চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালেহ আহমদ রনি, তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক দেবনাথ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাদ আহমদ, প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ সাহেদ প্রমুখ। বিদায়ী অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম এর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে উজ্জ্বল দাস।

স্বাগত বক্তব্য রাখেন দর্শণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দর্শন বিভাগের শিক্ষার্থী সালেহ আহমদ রনি। পবিত্র গীতা পাঠ করেন শতাব্দী রায়। অনুষ্ঠানে বিদায়ী অধ্যাপক রফিকুল ইসলামকে কলেজের বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020