1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অপেক্ষা ঘুচিয়ে বাংলাদেশের জার্সিতে কিংসলে
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন




অপেক্ষা ঘুচিয়ে বাংলাদেশের জার্সিতে কিংসলে

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ২৫ মার্চ ২০২৩, ৬:৫১:৪৫ অপরাহ্ন

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বাংলাদেশের জার্সিতে খেললেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শনিবার সিশেলসের বিপক্ষে অভিষেকে গোল পাওয়নি, তবে সিলেট জেলা স্টেডিয়ামে লাল-সবুজ দলের জয়ের সঙ্গী হয়েছেন এলিটা কিংসলের।

দেশের পেশাদার ফুটবল টেনে এনেছে নাইজেরিয়ান ফুটবলারকে। খেলতে এসে বাংলাদেশেই বসতি স্থাপন করেন কিংসলে। বিয়ে করেন বাংলাদেশি মেয়েকে, হয়েছেন বাবাও। তখন থেকেই লাল-সবুজ দেশের জার্সি জড়ানোর স্বপ্ন তার। স্বপ্ন পূরণে ত্যাগ করেন নাইজেরিয়ান নাগরিকত্ব এবং বাংলাদেশি নাগরিকত্ব পান ২০২১ সালে।

বাংলাদেশি হওয়ার পর থেকেই অভিষেকের অপেক্ষায় ছিলেন কিংসলে, যিনি ঘরোয়া ফুটবলে ঢাকা আবাহনীর প্রতিনিধিত্ব করছেন। খেলেছেন বসুন্ধরার কিংসের হয়েও। এমনকি বাংলাদেশ জায়ান্টদের হয়ে এএফসি কাপেও খেলেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

এবার কিংসলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান হ্যাভিয়ের ক্যাবরেরা। সিশেলসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে শুরুতেই বদলি হিসেবে বাংলাদেশ কোচ মাঠে নামান কিংসলেকে। ব্যাস, তাতেই বাংলাদেশ ফুটবলে ইতিহাসের অংশ হয়ে গেলেন নাইজেরিয়ান বংশোদ্ভূদ ফুটবলার।

এখন দেখার অপেক্ষা, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের কাঁধে চেপে বাংলাদেশ ফুটবল দল বিশ্ব দরবারে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে কি না।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020