1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অসুস্থ নজরুলের পাশে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৭:৩২ অপরাহ্ন
অসুস্থ নজরুলের পাশে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০৬ আগস্ট ২০২২, ৭:৫৪:১৭ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলাম’র পাশে দাঁড়িয়েছে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি। শুক্রবার(৫আগস্ট) সন্ধ্যায় ক্যান্সার আক্রান্ত নজরুলের চিকিৎসার জন্য তার কাছে ১১ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ক্যান্সর আক্রান্ত নজরুলকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি তার পাশে দাঁড়াই, তাহলে নজরুল আবারো সুস্থ হয়ে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে পারবে।

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি সভাপতি মুমিন মর্তুজা শিপন, সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন সুজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ফয়েজ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাওছার সাজন,সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাহিন,কোষাধ্যক্ষ নুরুল ইসলাম মুবিন ও সদস্য শাহনুর মিয়া।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020