1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অসুস্থ মেয়র আরিফকে ঢাকায় স্থানান্তর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০২ অপরাহ্ন




অসুস্থ মেয়র আরিফকে ঢাকায় স্থানান্তর

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ১৫ মার্চ ২০২৩, ৬:৩০:৫৯ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তাকে ঢাকায় নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

তিনি জানিয়েছেন, গত রবিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী বাথরুমে যান; কিন্তু বাথরুম থেকে তিনি বের হয়ে আসতে পারছিলেন না, সারা শরীর ঘেমে যায়। পরিস্থিতি অনুধাবন করে রাত তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে মেয়রের চিকিৎসা চলে। বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার রিপোর্টে তার হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তার হার্টে একটি রিং পরানো হয়। হার্টের সমস্যার পাশাপাশি তার উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের (বহুমূত্র) সমস্যাও আছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020