1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিইউতে
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫২ অপরাহ্ন




অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিইউতে

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩:৫৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দীন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পালস রেট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সুপ্রিমকোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবে আলম সুপ্রিমকোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে অবধি দায়িত্ব পালন করে আসছেন ৭১ বছর বয়সী মাহবুবে আলম।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020