1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আইপিএল এবারের আসরের পর্দা উঠছে আগামী ২৯ সেপ্টেম্বর
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন




আইপিএল এবারের আসরের পর্দা উঠছে আগামী ২৯ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক:
    আপডেট : ২৬ আগস্ট ২০২০, ৯:০৫:০০ পূর্বাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২৯ সেপ্টেম্বর। এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছে আইপিএলের আট দল। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ডোপ টেস্ট করা হবে।

[৩] এমনটাই জানিয়েছে ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। নাডা এবং আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে।

[৪] ইতোমধ্যে তারা পরিকল্পনা সাজিয়ে ফেলেছে কিভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট হবে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আরব আমিরাতেতে পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে নাডা।

[৫] আরব আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি এবং শারজাতে এবছর আইপিএল মাঠে গড়াচ্ছে। এছাড়াও আমিরাতেতে আরও দুই জায়গায় ক্রিকেটারদের ডোপ টেস্ট হবে। মোট ৫০ জন ক্রিকেটারের নমুনা নেয়া হবে। এর মধ্যে রয়েছে রক্ত এবং মুত্রের নমুনা। আইপিএল শুরু হওয়ার আগেই এই ডোপ টেস্টের রিপোর্ট হাতে পাবে নাডা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020