1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন




আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ৬:৩০:২১ অপরাহ্ন

সাকিব-লিটন ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ভারতে পৌঁছেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দেবেন তিনি।

শনিবার মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান। দিল্লির একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

মুস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট।

এদিকে, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া বাকি দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের যাওয়া এখনো অনিশ্চিত। বিসিবি এখনও তাদের এনওসি দেয়নি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020