আষাঢ় শেষে এসেছে শ্রাবণ। প্রখর রোদে পালিয়েছে বৃষ্টি। সুনীল আকাশে ভেসে বেড়াচ্ছে শিমুল তুলার মতো ছেঁড়া ছেঁড়া মেঘের টুকরা। দেখলেই মনে হয় ওগুলো খুবই কোমল আর হালকা। ভাসতে ভাসতে আকাশের এক কোণে এসে জড়ো হচ্ছে। স্তূপ হয়ে উঠছে অদ্ভুত সব আকৃতি নিয়ে। পরক্ষণেই আবার এলোমেলো। টুকরা টুকরা হয়ে ছড়িয়ে যাচ্ছে আকাশে।
ঝলমলে রোদে সবুজের ওপর ভেসে থাকা মেঘ, রোদ-ছায়ার দ্বন্দ্ব যে কাব্যিক আবহের সৃষ্টি করে চলে, কবিগুরু তা তুলে ধরেছিলেন ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ার লুকোচুরি খেলা/ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা…’ এই গানে।
নির্মল আকাশজুড়ে গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের আনাগোনা।