1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আঙুলে আঘাত পেলেন সোহান
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৭:৩২ অপরাহ্ন
আঙুলে আঘাত পেলেন সোহান

স্পোর্টস ডেস্ক::
    আপডেট : ০১ আগস্ট ২০২২, ১:০৮:৪৬ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান আঙুলে চোট পেয়েছেন।

অধিনায়ক হিসেবে প্রথম জয়টা পেয়েছিলেন। এরপরই দুঃসংবাদ পেলেন নুরুল হাসান সোহান।

আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

রবিবার রাতে ইনজুরির কারণে সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার।

বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সোহানের জন্য ছিল বড় এক মঞ্চ। প্রথমবার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়কত্ব। প্রথম ম্যাচে নিজে ব্যাট হাতে ভালো করলেও দলকে জেতাতে পারেননি।

কিন্তু দ্বিতীয়টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার, অধিনায়কত্ব কে করবেন এ নিয়েও এখন অবধি কিছু জানায়নি বিসিবি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020