1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আজকের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
আজকের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ৬:১০:২৮ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। বাংলাদেশ সময় রাত একটায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। নকআউট পর্বে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে স্ক্যালোনির দল।

ঊরুর চোটের কারণে শুরুর একাদশে নাও থাকতে পারেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস’র সম্ভাব্য একাদশে আছে ডি মারিয়ার নাম। আর্জেন্টাইন এই উইঙ্গার না থাকলে ফিরতে পারেন লাউতারো মার্টিনেজ। পোল্যান্ড ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি, বদলি হিসেবে নেমেছিলেন ৭৯ মিনিটে।

এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়া রাইটব্যাক নাহুয়েল মলিনা। এছাড়া গিদো রদ্রিগেজ বা এনজো ফার্নান্দেজের মধ্যে যেকোনো একজন শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন। লেফট ব্যাকে অ্যকুনার পরিবর্তে খেলছেন তাগলিয়াফিকো। রক্ষণে মলিনার সাথে ক্রিস্টিয়ান রোমেরা ও ওটামেন্ডিও। মিডে এনজোর সাথে থাকতে পারেন আগের ম্যাচের তারকা ম্যাক অ্যালিস্টার ও ডি পল। মেসির সঙ্গে পারফেক্ট নাইনে থাকবেন আলভারেজ। তবে ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহুর্তে পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, ডি মারিয়া/লাউতারো মার্টিনেজ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020