হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল ভৌমিকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মানবজমিন ও হবিগঞ্জ এক্সপ্রেস প্রতিনিধি শেখ আমির হামজা, সহ-সভাপতি নয়া শতাব্দী প্রতিনিধি ফরহাদ চৌধুরী, সাধারন সম্পাদক যায়যায়দিন, সিলেটের ডাক ও খোয়াই প্রতিনিধি মোঃ আবু হেনা, সাবেক সভাপতি ভোরের কাগজ ও হবিগঞ্জের মুখ প্রতিনিধি স্বপন বনিক, সাবেক সাধারন সম্পাদক গণকন্ঠ প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল, কালবেলা প্রতিনিধি এনামুল হক মিলাদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন মাহমুদ, ক্রীয়া সম্পাদক মোঃ সুহেল রানা, সদস্য শরীফ উদ্দিন পেশোয়ার, আজকের হবিগঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম বাহার, হবিগঞ্জের মুখ প্রতিনিধি এসকে কাউছার, হবিগঞ্জের সময় প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, হবিগঞ্জের বাণী প্রতিনিধি আশিকুর রহমান, তরফ বার্তা প্রতিনিধি এম আর মুজিব প্রমূখ।