মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,জননেতা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর তাঁতীলীগ।
মঙ্গলবার এক শোকবার্তায় সিলেট জেলা তাঁতীলীগের আহ্বায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সুজন দেবনাথ,সিলেট মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ ও সদস্য সচিব শেখ মো:আবুল হাসনাত বুলবুল জানান,বীর মুক্তিযোদ্ধা,আজিজুর রহমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোন দিন পুরণ হবার নয়।জাতি হারালো একজন আদর্শবান ব্যক্তিকে,আওয়ামী পরিবার হারালো একজন অভিভাবককে।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।