আজ ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের সাথে ফেঞ্চুগঞ্জের জাকের ফুটবল একাদশের গোলশূন্য ড্র।আজ ০৪-০৮-২০ইং চন্ডিছড়া চা বাগান মাঠ হবিগঞ্জ।ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের সাথে জাকের ফুটবল একাদশ ফেঞ্চুগঞ্জের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনেক দর্শকের সমাগম ছিল চন্ডিছড়া চা বাগান মাঠে জাকের ফুটবল একাদশ ফেঞ্চুগঞ্জের হয়ে যারা খেলেছেন।
১. মাজেদ।
২. বিপ্লব।
৩. মাইকেল।
৪. আঙ্গুর।
৫. জাকের। c.
৬.নাঈম।
৭. মানিক।
৮. মনির।
৯. নুর।
১০. জগলু।
১১. মহিউদ্দিন রাসেল।
১২.রাসেল।