1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আজ রাত ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোলিশ রেফারি সিমন
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন




আজ রাত ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোলিশ রেফারি সিমন

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ৩:৩৭:৩২ অপরাহ্ন

আজ রাত ফাইনালে বিশ্বকাপ ট্রফি জেতার মহারণে নামবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। হাড্ডাহাড্ডির এই লড়াই দেখতে ফুটবল ভক্তদের অপেক্ষার আর কিছু সময় বাকি। ফাইনাল খেলায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা ছাড়াও আরেকজন থাকবেন আলোচনায়। তিনি হলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি। জানা গেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলায় ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চি নিয়াক।

আজ (১৮ ডিসেম্বর) কাতারে বিশ্বকাপ ফাইনাল খেলায় সূচনালগ্নে বাঁশিতে প্রথম ফুঁ দেবেন ৪১ বছর বয়সী এই রেফারি। আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন তিনি। সিমন এবারই প্রথম দায়িত্ব পেলেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার।

সিমন ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছিলেন ২০১১ সালে। এরপর থেকে অনেক ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। কাতার বিশ্বকাপেও এর আগে কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই পোলিশ রেফারি। তাতে বেশ নিরপেক্ষ ছিলেন সিমন।

গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন। ফাইনাল ম্যাচ পরিচালনা নিয়ে বেশ উচ্ছ্বাসিত মার্চি নিয়াক। তিনি বলেন, ‘বিশ্বকাপে ম্যাচ পরিচালনা গৌরবের। ফাইনাল তো একজন রেফারির সেরা অর্জন। ফিফা আমার নাম ঘোষণার পর কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়ি। ‘

এমন ম্যাচে বিতর্কহীন রেফারিং করতে চান জানিয়ে তিনি আরো বলেণ, ‘ফাইনাল মানেই তো সেরা হওয়ার লড়াই। এখানে ফেয়ার প্লের জন্য রেফারির গুরুত্ব অনেক। আমার বিশ্বাস কোনো বিতর্ক ছাড়াই ম্যাচ পরিচালনা করতে পারব। এক্ষেত্রে দুই দলের সহযোগিতা দরকার।’




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020