করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৪ ও ২৬ সেপ্টেম্বর ফ্লাইটগুলো সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান।