1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেনজেমা
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩২ অপরাহ্ন




আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০৭:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ অবসরের কথা জানান তিনি।

বিশ্বকাপের ফাইনালে তার দল আর্জেন্টিনার কাছে হারার ২৪ ঘণ্টা না পেরোতেই এমন সিদ্ধান্তের কথা সবাইকে চমকে দিয়েছে।

যদিও চোটের কারণে বিশ্বকাপে খেলা হয়নি এবারের ব্যালন ডি অর জয়ী এই রিয়াল মাদ্রিদ তারকার।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অবসরের বিষয়টি নিশ্চিত করে বেনজেমা জানিয়েছেন, আমি আমার গল্প লিখেছি এবং এটা এখানেই শেষ।

পোস্টে ফ্রান্সের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন বেনজেমা।

ইনজুরির কারণে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলতে পারেননি বেনজেমা। তবে কাগজে-কলমে শেষদিন পর্যন্ত ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেননি কোচ দিদিয়ের দেশম।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের। জাতীয় দল এক অর্থে করিম বেনজেমার জন্য আক্ষেপ হয়েই থাকবে। গত এক দশকেরও বেশি সময় মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের মূর্ছনায় ক্লাবের হয়ে। বর্তমান বয়স ৩৪।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020