মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)এর সার্বিক দিক নির্দেশনায় সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬শে আগস্ট সকাল ১১টায় সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইয়াসিনুল হক। সভায় সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রানা খান শাহিন।
সভায় গণ্যমান্য ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাস।
এ ছাড়া আর ও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,কর্মকর্তা,কর্মচারী,গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।