আমদানি-রপ্তানি শুরু হিলি বন্দর দিয়ে পণ্য পাঁচ দিন বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরফলে ৫দিন এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। আজ থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে বন্দরের সকল কার্যক্রম।এতে করে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বলে জানান তিনি।