1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আর্জেন্টিনার মুদ্রায় যুক্ত হচ্ছে মেসির ছবি!
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন




আর্জেন্টিনার মুদ্রায় যুক্ত হচ্ছে মেসির ছবি!

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১১:০২:০২ অপরাহ্ন

৩৬ বছর পর দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপের ট্রফি। তিনি লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে ফুটবলারকে নিয়ে গোটা আর্জেন্টিনা এখন মন্ত্রমুগ্ধ। প্রশংসার ফুলঝুরিতে সিক্ত বিশ্বজয়ী অধিনায়ক। এর মধ্যেই এসেছে নতুন এক খবর। আর্জেন্টিনার এক হাজার পেসোতে মেসির ছবি যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদপত্র ‘এল ফিনান্সিয়েরো’ জানিয়েছে এমন তথ্য।

এক প্রতিবেদনে তারা লিখেছে, দেশটির অর্থমন্ত্রণালয় এমন একটি প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব সত্যি হলেও আশ্চর্যের কিছু নেই। বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনায় উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেছে। বিশ্বকাপ জেতার আগেই নাকি এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক লিসান্দ্রো ক্লেরি বলেছেন, ‘ব্যাংকের বোর্ডের সদস্যরা মজা করেই এই প্রস্তাব দিয়েছি। জানি না তা সত্যি হবে কি না। তবে বাস্তবায়িত হলে আর্জেন্টিনার বাসিন্দারা আরও উদ্বুদ্ধ হবেন।’

সংবাদপত্রটির দাবি, হাজার পেসোর নোটে সামনের দিকে মেসির ছবি থাকবে। পেছন দিকে লেখা থাকবে ‘লা স্কালোনেতা’, যা কোচ লিওনেল স্কালোনির ডাকনাম।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020