1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আলোকিত সমাজ গঠন করতে পারেন আলেম-ওলামারা : সুনামগঞ্জ পুলিশ সুপার
রবিবার, ০২ অক্টোবর ২০২২, ০২:২৯ পূর্বাহ্ন
আলোকিত সমাজ গঠন করতে পারেন আলেম-ওলামারা : সুনামগঞ্জ পুলিশ সুপার

জাকিয়া সুলতানা,সুনামগঞ্জ :
    আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০০:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ্ বলেছেন, আলেম ওলামারা সমাজের পথ-প্রদর্শক। সমাজকে আলোর পথে নিতে পারেন আলেম-ওলামারা। তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব, ধর্মীয় নেতা। সমাজের সাধারণ জনগণ ধর্মীয় নেতাদের অনুসরণ করেন।

তিনি মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্য্যালয় সম্মেলন কক্ষে জেলার সম্মানিত আলেম ওলামাগণের বিভিন্ন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

এ সময় পুলিশ সুপার সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আলেম ওলামাগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আলেম-ওলামাদের মাদকের কুফল, ইভটিজিং বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য জুম্মা নামাজের বয়ানে এসব বলার জন্য অনুরোধ করেন।

এসময়ে উপস্থিত আলেম ওলামাগণ সমাজকে মাদকমুক্ত এবং সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব পারভেজ আলম চৌধুরী এবং ডিআইও-১ জনাব আজিজুর রহমান।

জেলার সম্মানিত আলেম ওলামাগণের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুল বাছির, সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফিজ মাওলানা নুর হুসাইন,ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হুসাইন, পূর্ব বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুসাইদ, মাওলানা নজরুল ইসলামসহ আরো অনেকেই।

 
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020