1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আল্লামা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকাল
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন




আল্লামা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকাল

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২৮:২৮ অপরাহ্ন

প্রখ্যাত আলেমে দ্বীন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা আবু তায়্যিব সৎপুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার বেলা ১২টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। মরহুমের জানাযা আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সৎপুর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

মাওলানা আবু তায়্যিব সৎপুরী দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ ও সৎপুর আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুফাসসিরে কুরআন হিসেবে আবু তায়্যিব সৎপুরী সিলেট তথা সারাদেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি আমৃত্যু কুরআন সুন্নাহর প্রসারে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হারালো। যা সহজে পূরণ হবার নয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020