1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন




আশা জাগিয়েও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৪:৪৬ অপরাহ্ন

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ভারতের বিপক্ষে তিন উইকেটে হেরে গেছে টাইগাররা। পুঁজিটা ছিল মাত্র ১৪৪ রানের। সেটা নিয়েই দারুণ লড়াই করে ভারতের বিপক্ষে হার এড়াতে পারল না স্বাগতিক বাংলাদেশ।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সফরকারীদের বিপক্ষে তিন উইকেটে হেরে গেছে সাকিব আল হাসানের দল। এই হারে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে।

তবে চতুর্থ দিনের শুরুতে দারুণ সূচনা করে টাইগাররা। জয়ের জন্য রবিবার মাত্র ১০০ রানের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে আসলে শুরুতেই গতকালের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাতকে হারায় সফরকারীরা। সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন উনাদকাত। এরপর মিরাজের বলে লেগ বিফোরের শিকার হন ঋষভ পান্থ। পান্থ সাজঘরে ফেরার পর অক্ষর প্যাটেলকে বোল্ড করেন মিরাজ। আর এতেই স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লোকেশ রাহুলের দল।

এর আগে দিনের শুরু থেকেই ভারতীয়দের চেপে ধরেন দুই টাইগার বোলার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রথম ওভারেই ভালো সম্ভাবনা জাগান মিরাজ। তবে আম্পায়ার্স কলে সেই যাত্রায় বেঁচে যান জয়দেব।

তবে এর পরের ওভারেই উনাদকাতকে ফেরান অধিনায়ক সাকিব। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই ভারতীয়কে। উনাদকাতের ব্যাট থেকে আসে ১৩ রান। জয়দেব ফেরার পর পান্থকে ফেরান মিরাজ। চমৎকার এক ডেলিভারিতে এই বাঁহাতি ব্যাটারকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ৯ রান করেন ঋষভ পান্থ।

অন্যদিকে ব্যাটিংয়ে চারে নেমে লম্বা সময় ধরে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে বাংলাদেশকে বেশ খানিকটা নির্ভার করেন মিরাজ। অক্ষরের উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি পেয়েছেন নিজের পঞ্চম উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ২২৭

ভারত ১ম ইনিংস : ৩১৪

বাংলাদেশ ২য় ইনিংস : ২৩১

ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ১৪৫, আগের দিন ৪৫/৪) ৪৭ ওভারে ১৪৫/৭ (আকসার ৩৪, উনাদকাট ১৩, রিশাভ ৯, শ্রেয়াস ২৯*, অশ্বিন ৪২*; সাকিব ১৪-০-৫০-২, তাইজুল ১১-৪-১৪-০, মিরাজ ১৯-৪-৬৩-৫, তাসকিন ১-০-৪-০, খালেদ ২-০-১২-০)




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020