1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’: আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০১ অপরাহ্ন
আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’: আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:২৬:২৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘মানদৌস’ কে নিয়ে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ‘মানদৌস’ নিয়ে আর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। আজ শনিবার (১০ ডিসেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ অবস্থাতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ দুপুর পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020