গলফ খেলতে গিয়ে হাতে ব্যাথা পাওয়ায় শেষ পর্যন্ত চলমান টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাক-আপ উইকেটরক্ষক জশ ইংলিশের। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ক্যামেরুন গ্রিন। অস্ট্রেলিয়া দলে এই পরিবর্তন অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
সূচি অনুযায়ী অনুশীলন না থাকায় গত বুধবার সিডনিতে সতীর্থদের সাথে গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইংলিশ। যা থেকে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে এবং টুর্নামেন্ট তেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ।
ইংলিশ ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে একমাত্র উইকেটরক্ষক আছেন ম্যাথু ওয়েড। ইংলিশ ছিলেন অজি দলের দ্বিতীয় উইকেটরক্ষক। কোন কারণে ওয়েড খেলতে না পারলে, গ্লাভস হাতে দায়িত্ব সামলাতে হবে ডেভিড ওয়ার্নারকে।
২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছিলেন ওয়ার্নার। বিগ ব্যাশে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালনের নজির আছে অধিনায়ক অ্যারোন ফিঞ্চের। বিকল্প হিসেবে মিচেল স্টার্ককেও ভাবছেন কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড।
ইংলিশের পরিবর্তে দলে সুযোগ পাওয়া গ্রিনের ৭টি টি-২০র অভিজ্ঞতা আছে। সর্বশেষ ভারত সফরে টি-২০ সিরিজে মেইক শিপ্ট ওপেনার হিসেবে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি।
প্রথম টি-২০তে ৩০ বলে ৬১ ও তৃতীয় ম্যাচে ২১ বলে ৫২ রান করেন গ্রিন। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি ও ইংল্যান্ডের বিপক্ষে ১টিতে খেলে মাত্র ১৬ রান করেন গ্রিন।
২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।