বাবু খাইছো—সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত এ শব্দযুগল। সম্প্রতি এটা ব্যবহার করে মুক্তি পেয়েছে নাটক। নামও ‘বাবু খাইছো’। গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরইমধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৬ লাখের বেশি।
পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও। এটিও হয়েছে ব্যাপক আলোচিত। আর এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দুটিই এখন একসঙ্গে ইউটিউব বিডির ট্রেন্ডিংয়ে। নাটকটি ২ নম্বর তালিকায় আর ১৩-তে আছে গানটি।
প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর নাটকটি ট্রেডিংয়ের তালিকায় ১ নম্বর স্থানে উঠে আসে। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।