1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ইতালি আওয়ামী লীগের প্রতিবাদ সভা
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন




ইতালি আওয়ামী লীগের প্রতিবাদ সভা

ইতালি প্রতিনিধি
    আপডেট : ২২ জুলাই ২০২০, ৫:০৩:১১ অপরাহ্ন

ইতালির মিডিয়ায় দেশবিরোধী বক্তব্য দেওয়ায় এক বিএনপি নেতাকে দায়ী করেছে ইতালি আওয়ামী লীগ। রোমের ওই নেতাকে ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেওয়া হয়েছে।মঙ্গলবার রাতে রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ইদ্রিস ফরাজি আরও বলেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন স্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশকে নরকের সঙ্গে তুলনা করেছেন। ১০ হাজার বাংলাদেশি করোনা নিয়ে ইতালি পালিয়ে আসতে চায়, ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশিরা ইতালি প্রবেশ করছে যারা এসব সার্টিফিকেট ৪ হাজার টাকায় কিনেছে-এসব উস্কানিমূলক ও ভুল তথ্য দিয়ে বিদেশে দেশের সুনাম নষ্ট করা করেছেন।

বিদেশে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এসব বক্তব্য দিয়েছেন যা দেশদ্রোহীর সামিল।সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নেতা ইতালিতে বাংলাদেশিদের চরমভাবে লজ্জায় ফেলেছেন দেশবিরোধী বক্তব্য দিয়ে। এ কারণে ইতালিয়ানরা আমাদের কিছুটা ভিন্ন চোখে দেখছে। এজন্য অবশ্যই বিএনপি নেতা তাইফুর রহমান ছোটনকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে ইতালি আওয়ামী লীগ নেতা হাবিব চৌধুরী, আবু তাহের, কামরুল আহসান মন্টুসহ সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020