1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন করায় অভিনেত্রী আটক
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন করায় অভিনেত্রী আটক

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ৮:৪৯:৫২ অপরাহ্ন

ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন করায় দেশটির একজন শীর্ষস্থানীয় অভিনেত্রীকে আটক করা হয়েছে। আটককৃত ওই অভিনেত্রীর নাম তারানেহ আলিদুস্তি।

রবিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সম্পর্কে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে তারানেহ আলিদুস্তিকে আটক করা হয়েছে বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

অস্কার বিজয়ী চলচ্চিত্র দ্য সেলসম্যান-এ নিজের অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্টে দিয়ে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার জন্য একজন ব্যক্তির মৃত্যুদণ্ডের নিন্দা করেন।

ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে মোহসেন শেখারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলার জন্য কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমালোচনা করেছিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে মোহসেন শেখারিকে ‘দাঙ্গাকারী’ বলে অভিযুক্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরানি কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে তারানেহ আলিদুস্তি বলেন, ‘তার নাম মোহসেন শেখারি। আন্তর্জাতিক যেসব সংস্থা এই রক্তপাত দেখছে এবং ব্যবস্থা নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্কজনক।’

বিবিসি বলছে, তারানেহ আলিদুস্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৮০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে এবং সম্প্রতি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

৩৮ বছর বয়সী তারানেহ আলিদুস্তি ইরানের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন। দ্য সেলসম্যান-এ অভিনয় করেন তিনি। এটি ২০১৬ সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য একাডেমি পুরস্কার জিতে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020