সিলেট নগরীতে ঈদগাহ ও গোরস্থানের জায়গা পরিস্কার করেছে সমাজিক সংগঠন ‘আমাদের স্বপ্ন’আজ সকাল ৯ টা কলাপাড়া ঈদগাহস্থ কবরস্থানের আশেপাশে এ পরিষ্কার অভিযান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সানজিদ আহমদ, জয়নাল, মাছুম, রিফাত, জিসান, নাইম, ফাহিম, মনির, সাহান, সুমন, বড় ভাই রাসেল আহম, সারোয়ার, জামিল, আরো অনেকেই
এসময় সদস্যরা প্রত্যয় ব্যক্ত করে বলেন আজকের এই সেচ্ছায় অভিজানে কার্যকম সফল হয়েছে আগামিতে আরো সমাজিক কাজে উন্নয়নের জন্য সকলের প্রচেষ্টা দরকার। আগামিতে নতুন নতুন কর্মসূচী হাতে নিয়ে সফল করার প্রত্যাশা করেন।