1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ঈদের পর আসবে ‘পাঠান’
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:২২ অপরাহ্ন




ঈদের পর আসবে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :
    আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ৪:৫৭:২৫ অপরাহ্ন

চলতি বছরের ১০টি ছবির মধ্যে প্রথমে আসবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’। আমদানিকারক নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, আগামী দুই ঈদের মাঝের সময়টাতে এই দুই সিনেমা মুক্তি দেয়া হবে।

আমদানির ক্ষেত্রে শর্ত হলো, বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন। পরীক্ষামূলকভাবে বাংলা সাবটাইটেলসহ দুই বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র। শর্তসাপেক্ষে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র (হিন্দি ও অন্যান্য) দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ফলে ‘পাঠান’সহ অন্যান্য হিন্দি ছবি নিয়ে গত কয়েক মাসে যে জটিলতা ছিল তার অবসান হলো। তবে শর্ত হলো, প্রথম বছরে দশটি উপমহাদেশীয় সিনেমা দেশে আনতে হলে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। হলে দেখানোর আগে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে হবে। এছাড়া আরো কিছু শর্ত রাখা হয়েছে সিনেমা আনার ক্ষেত্রে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটাভুক্ত দেশ থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়।

প্রথম বছর ১০টি বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক চলচ্চিত্র আমদানি করতে পারবে। আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের আগে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে। এই আদেশবলে আমদানি করা চলচ্চিত্র বাংলাদেশে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজার সপ্তাহে প্রদর্শন করা যাবে না।

হিন্দি সিনেমা হলে দেখানোর জন্য নতুন করে দাবি ওঠে গত ২৫ জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা মুক্তির পর। সে সময় হল (প্রেক্ষাগৃহ) মালিকরা চাইছিলেন ফেব্রুয়ারির শুরুতেই এটি প্রদর্শনের। এরপর প্রদর্শক সমিতি প্রেক্ষাগৃহগুলোতে আবার ভারতীয় চলচ্চিত্র দেখানোর তোড়জোড় শুরু করে। এরপর এতে যুক্ত হয় বাংলাদেশ পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতি। তাদের ১৯ সংগঠনের মোর্চা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

হিন্দি সিনেমা মুক্তির অনুমতি দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমা হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, এটা সময় উপযোগী সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্তে আমরা আনন্দিত। অনেক দিনের চেষ্টার পর এটি সম্ভব হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020