1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ঈদে থাকছে না কোনো বাড়তি আয়োজন: রেলপথ মন্ত্রী
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন




ঈদে থাকছে না কোনো বাড়তি আয়োজন: রেলপথ মন্ত্রী

অনলাইন ডেস্ক
    আপডেট : ২১ জুলাই ২০২০, ১:৩৯:৪৮ অপরাহ্ন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদ উপলক্ষে রেলওয়ের আলাদা কোন আয়োজন নেই। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও এই নিয়মে ট্রেন চলবে।
আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।মন্ত্রী আরো বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে ক’টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করছে।কাজেই আমরা ট্রেন বাড়াবো না। রেলপথ মন্ত্রী করোনা সংকট থেকে নিজেদের রক্ষার জন্য যে যেখানে আছে সেখানে থাকার আহ্বান জানান।রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020