সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন বাস্থবায়ন কমিটি রামপাশা ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ উপলক্ষে্ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি ডা. হোসেন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. আব্দুস সালাম।
হাফিজ সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হযরত মাও. মো. নিজাম উদ্দিন, লতিফিয়া ইমাম সোসাইটির সভাপতি মুনসুর আহমদ বিপ্লবী, আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছাদ উদ্দিন প্রমূখ।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, ডা. আব্দুস সালাম, আফজল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ারিছ আলী, আখলুছ আলী সহ লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রার শিক্ষক ও ছাত্রবৃন্দ ।
পরে বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিলাদুন্নবী (সা.) উদযাপন বাস্থবায়ন কমিটি বিশ্বনাথ উপজেলার সভাপতি ছুফি সামছুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যা লী অনষ্ঠিত হয়। র্যা লীটি বৈরাগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসে শেষ হয়।