1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
উচ্চতর গবেষণায় সহায়তা পেলেন শাবিপ্রবির ৫ শিক্ষক
সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৯:০১ অপরাহ্ন
উচ্চতর গবেষণায় সহায়তা পেলেন শাবিপ্রবির ৫ শিক্ষক

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ১৫ জুন ২০২২, ৬:১৪:৫৮ অপরাহ্ন

শিক্ষাখাতে উচ্চতর গবেষণার জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে আর্থিক সহায়তা পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫ শিক্ষক। বুধবার (১৫ জুন) গবেষণা সহায়তাপ্রাপ্ত ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সহায়তাপ্রাপ্ত বাকি চারজন হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, সোমবার (১৩ জুন) ব্যানবেইস কার্যালয়ে তাদের হাতে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা সংক্রান্ত আটটি প্রকল্পসহ মোট ১০৯টি অনুমোদিত প্রকল্পের মধ্যে শাবিপ্রবির ৫ জন শিক্ষককে এ গবেষণা সহায়তা দেওয়া হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020