1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ঋষি সুনাককে হোয়াইট হাউজে বাইডেনর আমন্ত্রণ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০০ অপরাহ্ন




ঋষি সুনাককে হোয়াইট হাউজে বাইডেনর আমন্ত্রণ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৪ মার্চ ২০২৩, ৮:১৬:৫১ অপরাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঋষি সুনাককে আগামী জুনে হোয়াইট হাউজে যেতে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি পারমাণবিক সাবমেরিন চুক্তির জন্য জড়ো হন এই দুই নেতা।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও জানানো হয়, দুই নেতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার জন্য আলোচনা করেন।

সুনাকের সঙ্গে বৈঠক শেষে বাইডেন আরও বলেন, তিনি আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন। আগামী ১০ এপ্রিল গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি চলছে সেখানে।

সান দিয়েগোতে তিন-দেশের জোটের অংশ হিসেবে সাবমেরিন-প্রযুক্তি শেয়ার করার পরিকল্পনার জেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যোগ দেন তারা।

পারমাণবিক সক্ষমতার পরবর্তী প্রজন্মের সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও অস্ট্রেলিয়া। সোমবার (১৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করেন তিনটি দেশের প্রধানরা।

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিনের নতুন একটি বহর তৈরিতে কাজ করবে এসব দেশ। এই প্রযুক্তির মধ্যে থাকবে যুক্তরাজ্যের রোলস রয়েসের বানানো পারমাণবিক রিয়্যাক্টরও। এই চুক্তির আওতায় প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তিনটি পারমাণবিক সাবমেরিন পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

বিশ্লেষকরা বলছেন, তিন দেশের এই সমঝোতার প্রধান টার্গেট, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা।

 




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020