1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
এক যুগ পর নিজ গ্রামে চিত্রনায়ক ফেরদৌস
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন




এক যুগ পর নিজ গ্রামে চিত্রনায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক :
    আপডেট : ২৪ মে ২০২৩, ৯:১৭:০৪ অপরাহ্ন

দীর্ঘ এক যুগ পর নিজ গ্রাম কুমিল্লার তিতাস কাপাশকান্দিতে এলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ ২৪ মে বুধবার সকাল ১১ টায় কাপাশকান্দি মডেল একাডেমী পরীক্ষায় নিয়োগ দিতে সভাপতি হিসেবে আসেন তিনি।

এসময় সাংবাদিকদের সাথে আলাপচাড়িতায় ফেরদৌস বলেন, এটি আমার রাজনৈতিক সফর নয়। স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ দিতে পেরেছি, তাতেই আমি খুশি। আরো বলেন, প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করব। আদারওয়াইজ আমার কোন চাওয়া নাই।

এর আগে তিনি কাপাশকান্দিতে এলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তাকে এক নজর দেখতে হাজার হাজার জনতা ভীড় করেন। এসময় উপস্থিত ছিলেন, ফেরদৌসের ছোট ভাই চিত্র নায়ক তৌফিক, বিদ্যোৎসাহী সদস্য ও তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমূখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020