সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের সড়কটির সংস্কার কাজ এখনও শেষ হয়নি। সরজমিনে বাজারে গিয়ে দেখা যায় (বুধবার ৩ আগষ্ট) দীর্ঘদিন এভাবে রাস্তা পড়ে থাকায় খোয়া উঠে বড় বড় গর্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সে সময় জগন্নাথপুর পৌর সভার উদ্যাগে সড়কের সংস্কার শুরু হয় ।ফলে ভোগান্তিতে পড়েছেন সড়কটিতে চলাচলকারী পথচারীরা।
পৌরসভার ব্যবসায়ী পৌষী ফ্যাসনের মালিক জয়ন্ত গুপ্ত বলেন, রাস্তায় সংস্কার হলে ব্যবসা ভাল হবে, বাজারে দূর থেকে আসা মানুষ এসে চলাফেরা করতে সমস্যা হচ্ছে।
সৈয়দপুর গ্রামের সৈয়দ রিয়াদ আহমদ বলেন, উপজেলা বাজারে পার্শ্ববর্তী অনেক গ্রাম বা এলাকা থেকে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু দুঃখের বিষয়, রাস্তাটির এমন বেহাল অবস্থা ছিল এখন কাজ শুরু হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি চাচ্ছি,রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করুন।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, আগামীকাল বৃহস্পতিবার জগন্নাথপুর পৌরসভার বাজারের রাস্তার সংস্কারের কাজ শেষ হবে যাবে আমি আসা বাদী।