1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, ৯:৩১:৩৭ অপরাহ্ন

সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। (২৪ জানুয়ারি) মঙ্গলবার নগরীর কুমারপাড়া এলাকায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের ডিএমডি মাহবুব আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারপাড়া শাখার প্রধান তপন কুমার দেব, লালদিঘীরপাড় শাখা প্রধান বিমান কান্তি ঘোষ, চৌহাট্টা শাখা প্রধান আরশাদ উল্লাহ খান, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।

এনসিসি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন্ত গুপ্ত, ডালিয়া দেবনাথ, সালমা বেগম, সদরুল বাশার, স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রুনা সুলতানা, রওশন জাহান, জান্নাতুল ফেরদৌস মিফতা, মাসহুদা বেগম নাহিদা প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020