1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
এবার বউ হয়ে কুমিল্লায় এলেন মালদ্বীপের তরুণী
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:৫১ অপরাহ্ন
এবার বউ হয়ে কুমিল্লায় এলেন মালদ্বীপের তরুণী

বাংলানিউজএনওয়াই ডেস্ক:
    আপডেট : ২৭ জুলাই ২০২২, ৭:২৯:৫৪ অপরাহ্ন
এবার মালদ্বীপের তরুণী কুমিল্লার বরুড়ায় এসেছেন। তবে এবারের গল্প ভিন্ন। বিয়ে করতে নয়, এবার স্ত্রী হয়েই স্বামীর দেশে প্রবেশ করেছেন এই তরুণী।

জানা গেছে, উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেলের সঙ্গে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ এসেছেন। বুধবার (২৭ জুলাই) রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে রাসেল মালদ্বীপ যান। কাজের সুবাদে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনাকালীন সময়ের শুরুতে তাদের পরিচয়।

সে সময় থেকেই তাদের মনের মিল। তারপর প্রেম থেকে বিয়ে। ২০২১ সালের অক্টোবর মাসে মালদ্বীপে রাসেল এ তরুণীকে বিয়ে করেন। ২০২২ সালের ২৪ জুলাই মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদসহ বরুড়ায় আসেন রাসেল। এর থেকে পরিবারের সঙ্গেই আছেন হাব্বা।

মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে হাব্বা। মালদ্বীপের মালে সিটিতে হাব্বার পরিবারের ও রাসেলের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিতে বিয়ে করেন তাদের।

স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, শুনেছি রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন দেশে নিজ বাড়িতেই আছেন তারা। আমি এখনও যাইনি, তবে বিকেলে যাব।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020