1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
এমসি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন পান্না রায়
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ অপরাহ্ন
এমসি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন পান্না রায়

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ৯:২৮:৪৯ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পান্না রানী রায়। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর নতুন অধ্যক্ষকে নিজ দায়িত্ব গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্প্রতি এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হওয়ায় পান্না রানীকে নিয়োগ দেওয়া হলো। তিনি এর আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪ তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পান্না রানী রায়ের বাড়ি সিলেট নগরের লালদিঘীরপারে। দুই সন্তানের মা পান্না রানীর মেয়ে ডাক্তার ও ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020