1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আর নেই
শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন




ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আর নেই

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ৪:২২:৫৩ পূর্বাহ্ন

ঐক্য ন্যাপ সভাপতি ও দেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য আর নেই।রবিবার দিবাগত রাত (২৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে সম্মিলিম সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ জানান, ৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার (১৭ মার্চ) তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২২ এপ্রিল) সকালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর রাত ১২টা ২৮ মিনিটে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

পঙ্কজ ভট্টাচার্য এদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। দেশের প্রবীন এই রাজনৈতিক ষাটের দশকের স্বৈরশাসক বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য ন্যাপ সভাপতি।

পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান থানার নয়াপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা প্রফুল্ল কুমার ভট্টাচার্য একজন আদর্শ শিক্ষক ও স্বদেশী আন্দোলনের নিবেদিত প্রাণ। মাতা মণি কুন্তলা দেবী স্বদেশী আন্দোলনের নেতা কর্মীদের আশ্রয়দাত্রী ও অনুপ্রেরণাদানকারী।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020