1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে প্রথম ঢাবি, ৩য় শাবি
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন




ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে প্রথম ঢাবি, ৩য় শাবি

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০৫:০৫ অপরাহ্ন

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয়স্থানে রয়েছে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাংকিয়ে শাবির অবস্থান ১৩৬৫। এছাড়া প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় ও দ্বিতীয়স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ৯৭৫), তৃতীয় অবস্থানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৩৬৫), চতুর্থ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৩২), পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৮২৫), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৬০),সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১২৯), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩০৯), নবম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৪০৪), দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪১৪)।

এ প্রসঙ্গে শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, এটি অত্যন্ত আনন্দের খবর। এ র‌্যাংকিং অর্জন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সব সেক্টর সঠিকভাবে সমন্বয় করে কাজ করলে আগামীতে আমরা দেশসেরা হবো।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020