1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমরেড আসাদ্দর আলীর স্মরণসভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন




কমরেড আসাদ্দর আলীর স্মরণসভা অনুষ্ঠিত

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ৯:০৩:১০ অপরাহ্ন

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ৩৩তম স্মরণসভায় বক্তারা বলেছেন, প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে প্রগতির সংগ্রাম ও ধারণকে শক্তিশালী করতে হবে। আজকের বাস্তবতায় চলমান সংগ্রামে প্রগতির ধারাকে শক্তিশালী করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে আরো বেগবান করার জন্য কমরেড আসাদ্দর আলী খুব প্রয়োজন।

শনিবার বিকাল ৩টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে অনুষ্টিত কমরেড আসাদ্দর আলীর ৩৩তম স্মরণসভায় বক্তারা এই মন্তব্য করেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল। সভা পরিচালনা করেন কমরেড সজল রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো: আরশ আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড মোশাহিদ আহমদ, গণতন্ত্রীর পার্টির সিলেট জেলার সভাপতি মো: আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি কমরেড সিকন্দর আলী, সিলেট সিপিবির জেলা সম্পাদক খায়রুল হাসান, সমীরন পুরকায়স্থ, নিবাস চক্রবর্তী, কমরেড ফয়ছল আহমদ সজল, কমরেড মহেন্দ্র সিংহ।

এর পূর্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত সংগঠনের কর্মশালা ও মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড মোশাহিদ আহমদ, কমরেড কালাম মিয়া, কমরেড নিবাস চক্রবর্তী, কমরেড মহেন্দ্র সিংহ প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020