1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমরেড ধীরেন সিংহ স্মরণে সিলেটের শোকসভা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন
কমরেড ধীরেন সিংহ স্মরণে সিলেটের শোকসভা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ৮:১৮:০৬ অপরাহ্ন

বাংলাদেশের সাম্যবাদী দল (এম,এল)এর পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা শাখার সম্পাদক এবং বাংলাদেশ মণিপুরী যুব সমিতি (বামযুস)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক কমরেড ধীরেন সিংহ স্মরণে সিলেটের মণিপুরী সকল পাড়া ও মণিপুরী সংস্থা সমুহের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত মণিপুরী সমাজ’ সিলেটের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিলেটের মণিপুরী রাজবাড়িস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্ডপে সিলেট মণিপুরী পঞ্চায়েত এর সম্মানিত শাম্বাসা শ্রী য়ুম্নাম্ পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শোকসভার প্রারম্ভে প্রয়াত কমরেড ধীরেন সিংহ’র প্রতিকৃতিতে উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পন করেন এবং পুরোহিত শ্রী জয় শর্ম্মা (কালা শর্ম্মা)র পরিচালনায় কমরেড ধীরেন সিংহের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দাঁড়িয়ে হরিনাম মহামন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করেন।

উত্তম সিংহ রতন এবং এইচ্ সমেন্দ্র সিংহ’র যৌথ সঞ্চালনার শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও নাট্যজন মাইবম্ উত্তম সিংহ রতন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন মণিপুরী যুব সমিতি’র অন্যতম প্রতিষ্ঠাতা ময়েংবম্ মহেন্দ্র সিংহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াই. লাড়ু সিংহ, মণিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদ (মসকপ),সিলেটের সাংগঠনিক সম্পাদক জি. অশোক শর্ম্মা, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ. কে. শেরাম, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক য়ুম্নাম্ নৃপেন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি ফলেম নরেন সিংহ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা), সিলেটের সভাপতি অ. দিগেন সিংহ, আম্বরখানা মণিপুরী সোস্যাল ফেয়ার এসোসিয়েশন (আমসফা), সিলেটের সাধারণ সম্পাদক এন. প্রবাল সিংহ, সমাজসেবক এইচ. সমরেন্দ্র সিংহ, লামাবাজার মণিপুরী পাড়ার পক্ষে ব্যাংকার এল. প্রশান্ত সিংহ, আম্বরখানা মণিপুরী পাড়ার পক্ষে সমাজসেবক ধরনী সিংহ, নয়াবাজার মণিপুরী পাড়ার পক্ষে নমব্রম রতন সিংহ, শিবগঞ্জ মণিপুরী পাড়ার পক্ষে অসেম্ ধর্মজিত সিংহ, শজিবু সম্পাদক শেরাম নিরঞ্জন, প্রয়াত কমরেড ধীরেন সিংহ’র পুত্র ফলেম্ ধীমান সিংহ এবং মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি (ইন্ডিয়া) প্রেসিডেন্ট লাইসোম গোলাপ সিংহ।
শোকসভায় প্রধান আলোচক হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন সি পি এম মণিপুর এর স্টেট সেক্রেটারী ক্ষেত্রিময়ুম্ শান্ত কুমার।

উল্লেখ্য যে, শোকসভায় প্রয়াত কমরেড ধীরেন সিং এর পুত্র ধীমান এবং কণ্যা বেবী ছাড়াও প্রয়াতের অনেক আত্বীয়স্বজন উপস্থিত ছিলেন।

 
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020