জেলার কমলগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (১১ জুন) রাত ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর কাঁঠালকান্দি গ্রামের মনাফ আলীর মুদি দোকানে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরর আগুন নেভানোর কাজ শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুন পাশের ডা. কনক ভট্টাচার্যের ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।