1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমলগঞ্জে একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন




কমলগঞ্জে একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ২৭ মার্চ ২০২৩, ৭:২৬:১৪ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে দীর্ঘদিন পলাতক বিভিন্ন হত্যা মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৯ সিলেট এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, গত ২৫ মার্চ শনিবার গভীর রাত সোয়া দুইটায় তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল কমলগঞ্জের ভানুগাছ লঙ্গুরপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দু’টি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা-৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এছাড়াও শ্র্রীমঙ্গল থানার অপর একটি হত্যা চেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) আসামীকে বিজ্ঞ আদালত পাঁচ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার দন্ড দিয়েছেন।

সিনিয়র এএসপি আফসান-আল-আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে আজ রবিবার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020