1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে কিশোরীর আত্মহত্যা
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন




কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে কিশোরীর আত্মহত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
    আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১১:০৪:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

শাপলা আক্তার (১৭) আক্তার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের রইছ মিয়ার মেয়ে।

জানা যায়, আজ (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি বেঁধে গলা য় ফাঁ স দিয়ে কিশোরী শাপলা আক্তার আত্মহত্যা করে। এইসময় শাপলার মা বাড়িতে ছিলেন না। তিনি এনজিও ঋণের কিস্তি দিতে পাশের বাড়ি গিয়েছিলেন।

কিস্তি দিয়ে বাড়ি ফিরে শাপলাকে তার মা ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা ঢুকে ঝুলন্ত মেয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করেন।

নিহতের মা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আ ত্ম হ ত্যা করেছে। নি হ তে র লা শ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020