1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমলগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবককে এসিড নিক্ষেপ, আটক ২
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন




কমলগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবককে এসিড নিক্ষেপ, আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি:
    আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, ৩:০৫:৫১ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে ফজর আলী (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে আটকে রেখে রশি দিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতনের পর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বাকপ্রতিবন্ধি ফজর একই এলাকার রিমাই মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশ দুজনকে আটক করেছে। শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সুফিয়ান মিয়া ও আল আমিন মিয়া।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে এসিডে ঝলসে যাওয়া গুরুত্বর আহত বাক প্রতিবন্ধি ফজর বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফজর আলী প্রায় এক বছর ধরে সুফিয়ান মিয়ার বাড়িতে কাজ করছেন। কিন্তু তাকে কোনো পারিশ্রমিক না দিয়েই কাজ করানো হচ্ছিল। কিছুদিন আগে সুফিয়ানের কাছে ফজর তার পারিশ্রমিকের টাকা চাইলে দেব-দিচ্ছি বলে কালক্ষেপণ করেন। গত বৃহস্পতিবার রাতে আবারও টাকা চাইতে গেলে সুফিয়ান গংরা রাগান্বিত হয়ে ফজরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে আটকে রেখে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালান। পরে ফজরের মাথায়, মুখে, চোখে, কানে, কাঁধে ও পিঠে এসিড নিক্ষেপ করে একই এলাকার খিজির মিয়ার বাড়ির পাশের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেন। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগীর ছোট ভাই বাছির আলী বাদী হয়ে স্থানীয় সুফিয়ান মিয়া, আল আমিন মিয়া, সিপন মিয়া, খিজির মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বাকপ্রতিবন্ধী যুবককে এসিড নিক্ষেপ করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020