আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ জন রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস হলেও কমলগঞ্জে বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার পর কমলগঞ্জ উপজেলা সভাকক্ষে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান, নির্মল এস পলাশ, সাব্বির এলাহী, ইসলামী ব্যাংক শমসেরনগর উপ-শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক শমসেরনগর শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার ও রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালেহ আহমেদ।
রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমেদ বলেন, ‘প্রবাস থেকে টাকা পাঠাতে কিছু সহজ নীতি নিতে হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং চালু করে শাখা বাড়াতে হবে, যাতে প্রবাসীরা সহজে সেসব শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। তাহলে হুন্ডি ব্যবসা অনেকটা কমে যাবে।’