1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমলগঞ্জে ৫ দিনের নৃত্য কর্মশালা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৪:১৫ পূর্বাহ্ন
কমলগঞ্জে ৫ দিনের নৃত্য কর্মশালা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
    আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:৩৩:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ৫ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত রোববার (২৩ অক্টোবর) রাত ৮টায় মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা করেজের প্রভাষিকা শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরি নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরি ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

পরে কর্মশালায় অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020