1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কমলগঞ্জ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন




কমলগঞ্জ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

সাদিকুর রহমান সামু,কমলগঞ্জ :
    আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩টি কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। শনিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর যৌথ স্বাক্ষরে কমলগঞ্জ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এরমধ্যে কাজী ফয়সল আহমদকে আহবায়ক ও জুনায়েদ আব্বাসী চৌধুরী দিনারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি, মো: জুয়েল আহমদ জুলিকে আহ্বায়ক ও সৈয়দ এবাদুর রহমান জেমস্ কে সদস্য সচিব করে কমলগঞ্জ পৌর এবং তাহমৃদুল হক রাফাতকে আহ্বায়ক ও সুজেদ আলীকে সদস্য সচিব করে কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তিন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে এ কমিটির আওতাধীন সকল ইউনিটের কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।a




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020